-->

Sunday, November 15, 2009

২৩ বছর বয়সে এসে প্রেমে পড়েছি

অবশেষে আমার মনে প্রেম এসেছে।
আমার বন্ধুরা এজন্য একটা পার্টির আয়োজন করেছে। সবার এটাই কথা ‍" যাক অবশেষে তোমার ও সুমতি হলো ''

মেয়েটার নাম অবনি.
আমার পাশের কলোনীতেই থাকে। ২০০৫ সাল থেকেই তাকে চিনি।
তখন আমি তাদের বাসার পাশের বাসায় থাকতাম । মাজার ব্যপার হলো তার দোতালা বারান্দা আর আমার বারান্দা ছিল সামনা সামনি। প্রায় প্রতিদিনই তার সাথে আমার চোখা-চোখি হতো । কিন্তু তখন আমার মনে প্রেম আসেনি । এসেছে ২০০৯ এর শেষ দিকে।

কাহিনীটা বলি.........

অবনির সাথে আমার আবার দেখা '' নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম'' এর প্রশিক্ষন নিতে গিয়ে এই প্রথম তার কাছাকাছি আসা এবং আমার ভাললাগা ও ভালবাসা।

কিন্তু কিভাবে ভালবাসতে হয় আমি তা জানিনা .....
প্লিজ আমাকে কয়েকটি টিপস্ দিন.
ভালকথা আমার ভালবাসায় কোন প্রকার খুত নেই।

Post a Comment