-->

Sunday, November 15, 2009

বাংলা বাগধারার ছড়া

আমি ‘পরের মাথায় কাঠাল ভেঙে খাই’
সবার ‘পাকা ধানে মই’ দিয়ে বেড়াই
আমি ‘নিজের কোলে ঝোল টেনে চলি’
আমি ‘বক ধার্মিক’, ‘বর্ণচোরা’, ‘মিষ্টি কাথা বলি’।
আমি ‘মিছরির ছুরি’ দেই ‘বাঘের আড়ি’
আমি ‘একচোখা’, ‘নিজের ফাদেঁ পা দিয়ায়ে ছাড়ি’।

আমি যে ভাই ‘তিলকে তাল কারি’
সব কিছুকে ‘দশ খানা করে বলি’
আমি ‘জিলাপির প্যাচে’ ‘টোপ গিলাতে পারি’
আবার ‘টোপ ফেলে’ ‘ঝোপ বুঝে কোপ মারি’

আমি সবার ‘চোখে ধূলো দিয়ে’ ‘পুকুর চুরি করি’
আমি ‘কড়ায় গন্ডায়’ ‘কালো বাজারী করি’
আমি ‘রক্ত গঙ্গা বইয়ে কেটে পড়ি’
আমি নিজের হাতে ‘মগের মুল্লুক গড়ি’

আমি ‘ষোল কলা পূর্ণ’ ‘ষন্ডা মার্কা লোক’
আমি ‘শুকুনি মামা’, ‘ষোল আনা করি ভোগ’
আমার কাজ ‘হাত দিয়ে হাতি ঠেলা’
যেখানে যাই ‘এলোপাতাড়ি চলা’
আমি আমার দলে সবইকে ‘হাত করি’
তাই ‘আঙ্গুল ফুলে কলা গাছ’ হয়ে পড়ি
তাই এই শহরের ‘রুই-কাতলা’ হই
‘নীতি ছাড়া’ রাজনীতি করে রই

আমি ‘টাকার কুমির’, ‘টাকার গরম’ দেখাই
আমি ‘গভির জলের মাছ’ তার উপর আর কেউ নাই 

Post a Comment